
ব্রাক্ষ্মণবাড়িয়া।।
আশুগঞ্জ উপজেলা ইমাম পরিষদের মানব বন্ধনে সাংবাদিকদের ব্যাপারে মিথ্যা অপবাদ ও কটুক্তি করার প্রতিবাদ করায় উপস্থিত সাংবাদিকদের উপর হামলার চেষ্টা ও অশালীন আচরণ করেছে মানব বন্ধনে অংশ গ্রহনকারীরা।এ ব্যাপারে রবিবার দুপুরে তাৎক্ষণিকভাবে আশুগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে উপজেলায় কর্মরত সংবাদকর্মীদের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভায় এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এ ব্যাপারে নিঃশর্ত ক্ষমা না চাওয়া পর্যন্ত ইমাম পরিষদ ও কওমী মাদরাসার সকল সংবাদ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে সাংবাদিকরা।আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তৃতা করেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন, আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসাসিয়েশনের সভাপতি মোঃ আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আবু আব্দুল্লাহ, সহ সভাপতি হাবীবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ইসহাক সুমন, লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক তাইফুর রহমান ও সাংবাদিক আনোয়ার হোসেন প্রমুখ।
উল্লেখ্য রবিবার সকালে আশুগঞ্জের রেল গেইট এলাকায় অনুষ্ঠিত উপজেলা ইমাম পরিষদের একটি মানব বন্ধনে বক্তারা স্থানীয় সাংবাদিকদের ব্যাপারে বিভিন্ন অপবাদ ও কটুক্তি করলে উপস্থিত সাংবাদিকরা ভদ্রচিত ভাষায় এর প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে মানব বন্ধনে অংশ গ্রহনকারী কওমী মাদরাসার ছাত্ররা সাংবাদিকের সাথে অশালীন আচরণ করতে থাকে। এক পর্যায়ে তারা লাটি সোটা নিয়ে সাংবাদিকদের উপর হামলা করতে আসে। পরে পুলিশের সহযোগিতায় সাংবাদিকরা নিরাপদ জায়গায় চলে আসতে সক্ষম হন।
সাংবাদিকদের প্রতিবাদ সভায় বলা হয় ওলামাদের কর্মসূচি থেকে এ জাতীয় ন্যাক্কারজনক ঘটনা অনাকাঙ্খিত ও অনভিপ্রেত।