ব্রাক্ষনবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি বিদ্যালয়ে বসানো নলকূপের পাইপ দিয়ে অনবরত বের হচ্ছে গ্যাস। একইসঙ্গে উঠছে বালু আর পানি।
বুধবার সকাল থেকে এ ঘটনার শুরু হয় উপজেলার বায়েক ইউপির শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে। ঘটনার পর বিদ্যালয়টি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আল-মামুন ভূঁইয়া। তিনি জানান, তিনদিন ধরে বিদ্যালয়ে নলকূপ বসানোর কাজ চলছিল। মঙ্গলবার রাতে ৫৪০ ফুট খননের পর বালু ও পানির স্তর পাওয়া যায়। বুধবার সকালে শ্রমিকরা পাইপ তোলার সময় তীব্র গতিতে গ্যাস, পানি ও বালু বের হচ্ছে। এ নিয়ে শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক দেখা দেয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে বিদ্যালয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।তিনি আরো জানান, অনবরত পানি, গ্যাস ও বালু উঠে বিদ্যালয়ের মাঠ ভরে আশেপাশের জমিতে যাচ্ছে। সকাল থেকে বিকেল পর্যন্ত মাঠে প্রায় এক ফুট বালুর স্তর পড়ে গেছে। পুরো এলাকা গ্যাসের আচ্ছন্ন হওয়ায় মানুষকে আগুন না জ্বালাতে নির্দেশ দেয়া হয়েছে। কসবা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ খালিদ জানান, নলকূপের পাইপ গভীরে যাওয়ার পরই তীব্র গতিতে গ্যাস, কাদা ও বালু বের হচ্ছে। ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তিনি আরো জানান, বিদ্যালয়ের পাশে গ্যাস উদগিরন এলাকা থেকে একটি পরিবারকে সরিয়ে নেয়া হয়েছে। এ ঘটনায় ঢাকা থেকে বিশেষজ্ঞ টিম ঘটনাস্থলে আসছেন। ফায়ার সার্ভিস কর্মীরাও তৎপর রয়েছে।
Copyright © 2022 Amaderkatha | Design & Developed By: Design Ghor