
নবীনগর।।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আমির হোসেন (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে তার ছেলে। শুক্রবার বেলা ১১টার দিকে নবীনগর পৌর এলাকার পশ্চিম পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত আমির হোসেন অবসর প্রাপ্ত সেনা সদস্য ছিলেন। ঘটনার পর থেকে ছেলে শুভ পলাতক রয়েছে।নবীনগর থানার অফিসার ইনচার্জ রনোজিত রায় ঘটনার জানান, পারিবারিক সূত্রে জানা গেছে অবসর প্রাপ্ত সেনা সদস্য আমির হোসেনের ছেলে শুভ কোন কাজ করতো না। কিছুদিন পর পর টাকার জন্য আমির হোসেনকে জ্বালাতন করতো।
শুক্রবার সকালে শুভ পিতা আমিরকে ব্যবসা করতে টাকার জন্য চাপ প্রয়োগ করলে এনিয়ে পিতা-পুত্রের মধ্যে বাকবিতন্ডা হয়। এর এক পর্যায়ে শুভ ঘরে থাকা দা দিয়ে আমির হোসেনকে কুপিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়। গুরুতর আহতবস্থায় তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। কুমিল্লা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে আমির হোসেন মারা যান।
ওসি আরও জানান, ঘটনার পর থেকে ছেলে শুভ পলাতক রয়েছে। তাকে আটক করতে ইতিমধ্যে অভিযান চলছে।