আশুগঞ্জ।।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমীর ও বীরমুক্তিযোদ্ধা ডাক্তার তাজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার শরীফপুর গ্রামের তার নিজ বাসভবন থেকে আশুগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাবেদ মাহমুদ জানান তার বিরুদ্ধে ২০১৮ সালে আশুগঞ্জ থানায় রজ্জুকৃত একটি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। উক্ত মামলায়ই তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।উল্লেখ্য যে, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে কোনো প্রকার রাজনৈতিক কর্মসূচি ও ঘটনা ছাড়াই আশুগঞ্জ থানায় বিএনপি ও জামায়াতসহ ২০ দলীয় জোটের তিন শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবি মামলা রুজু করে পুলিশ। উক্ত মামলায় আদালতে হাজিরা না থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।
[gs-fb-comments]Copyright © 2022 Amaderkatha | Design & Developed By: Design Ghor