
আখাউড়া।।
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় মায়ের কাছে গরম ভাত চেয়ে না পাওয়ায় নিজ ঘরের আড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলে বাবু মিয়া (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে। শনিবার ১৫ ফেব্র“য়ারি দুপুরে উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। বাবু মিয়া ওই গ্রামের বাসিন্দা আবুল হাশেমের ছেলে।জানা গেছে, সকালে ঘুম থেকে উঠে বাবু তার মায়ের কাছে খাবার খেতে চায়। গরম ভাত রান্না হয়নি, পাতিলে ঠান্ডা ভাত আছে তা খেতে বলে তার মা। এ সময় সে মায়ের সঙ্গে অভিমান করে নিজ ঘরে চলে যায়। তার মা দুপুরে ভাত রান্না করে গরম ভাত নিয়ে ছেলের ঘরে গিয়ে দেখেন ঘরের আড়ার সঙ্গে গলায় ফাসঁ লাগানো অবস্থায় বাবুর নিথর দেহ ঝুলে আছে।এসময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আখাউড়া থানার ওসি (তদন্ত) আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গরম ভাত চেয়ে না পাওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে ফাঁসিতে ঝুলে সে আত্মহত্যা করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।