আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আখাউড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা

সারাদেশ 18 February 2020 ৪৪৫

আখাউড়া।।

আজ দুপুরের দিকে আখাউড়া পৌরশহরের প্রাণকেন্দ্র সড়ক বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন ব্যবসায়ীকে মোট দশ হাজার টাকা জরিমানা করেছে ব্রাহ্মণবাড়িয়ার জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৷
এ সময় দুটি মিষ্টির দোকান ও একটি খাবার হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করা ও দেয়ালে মূল্যতালিকা না রাখার অপরাধে এ দন্ড দেয় তারা৷ এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহকারী পরিচালক, মেহেদি হাসান, মার্কেটিং অফিসার নাজমুল হকসহ আইনশৃংখলা বাহিনীর সদস্য ও সাংবাদিকবৃন্দ৷