
আখাউড়া।।
আজ দুপুরের দিকে আখাউড়া পৌরশহরের প্রাণকেন্দ্র সড়ক বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন ব্যবসায়ীকে মোট দশ হাজার টাকা জরিমানা করেছে ব্রাহ্মণবাড়িয়ার জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৷
এ সময় দুটি মিষ্টির দোকান ও একটি খাবার হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করা ও দেয়ালে মূল্যতালিকা না রাখার অপরাধে এ দন্ড দেয় তারা৷ এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহকারী পরিচালক, মেহেদি হাসান, মার্কেটিং অফিসার নাজমুল হকসহ আইনশৃংখলা বাহিনীর সদস্য ও সাংবাদিকবৃন্দ৷