ব্রাক্ষনবাড়িয়া।।
২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দৈনিক হাজিরার ভিত্তিতে কাজ করা স্টাফরা বিক্ষোভ করেছে। সোমবার হাসপাতাল প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। এসময় স্টাফরা তাদের ন্যায্য বেতন ও বকেয়া বেতন পরিশোধ করার দাবি জানান। পরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে তারা। এসময় তারা বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান বিএসএস সিকিউরিটি সার্ভিস লিমিটেডের অধিনে ৪৫জন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দৈনিক হাজিরার ভিত্তিতে কাজ করেন। পর্যায়ক্রমে তাদের বেতন ১৪হাজার থেকে ১৬হাজার ৭শত টাকা হয়, এরপর বর্তমানে প্রায় ২০হাজার টাকার উপরে সরকার থেকে ঠিকাদারি প্রতিষ্ঠান নিচ্ছে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান তাদেরকে বেতন ৫হাজার থেকে সর্বোচ্চ ৮হাজার টাকা দুই তিন মাস পর পর দিচ্ছে। স্টাফদের বেতন দীর্ঘদিন যাবত বকেয়া রাখছে। এবিষয়ে কথা বললে তাদেরকে চাকরিচ্যুতির হুমকি দামকি দিচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান। সোমবার সকালে হাসপাতালে প্রাঙ্গণে দৈনিক হাজিরার ভিত্তিতে স্টাফদের ছাটাইয়ের প্রতিবাদে ও ছাটাইকৃতদের চাকরিতে পুর্ণবহাল করার দাবিতে বিক্ষোভ মানববন্ধনের প্রস্তুতি নেয়। এসময় ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন দুপুরের ভেতরে সমাধানের আশ্বাস দিলে তারা দুপুর পর্যন্ত অপেক্ষা করে। দুপুরে হাসপাতালে ডাক্তার মিলন হল রুমে ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিচালক আবু নাসের সাজরুল হক সুজন তাদেরকে নিয়ে কথা বলে। কিন্তু ওই সময় বিষয়টি সমাধান না করে ঠিকাদার সুজন উল্টো হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তারা। পরে হাসপাতালের সামনে বিক্ষোভ করে স্টাফরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন।মানববন্ধনে তারা স্টাফদের ছাটাইয়ের প্রতিবাদ জানিয়ে ছাটাইকৃতদের চাকরিতে পুর্ণবহাল ও ন্যায্য বেতন দেওয়ার দাবি জানান।
[gs-fb-comments]Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor