আখাউড়া।।
আখাউড়া পৌরসভার নারায়নপুর গ্ৰামে জোনাকি বেগম (১৮) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত জোনাকি বেগম পৌরসভার নারায়নপুর গ্ৰামের আলগা বাড়ীর মোঃ: আ: রহমান মিয়ার ছেলে মো: শরিফ মিয়ার স্ত্রী।
আজ বিকাল ৫ টার সময় তার বসত ঘর থেকে ফাঁসিতে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত ৬ মাস আগে প্রবাস ফেরত বর্তমানে সিএনজি চালক শরীফের সাথে বিয়ে হয় উপজেলার মোগড়া ইউপির তুলাবাড়ী গ্ৰামের মোঃ: মোস্তফার মেয়ে জোনাকি বেগমের। প্রতিবেশীরা বলেছেন পারিবারিক কলহের জের ধরে আত্বহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ।আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী বললেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে, ফাঁসির কারন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ময়নাতদন্তের রিপোর্টের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor