আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

২৫-৩১শে মার্চ পর্যন্ত সারা দেশের সুপার মার্কেটসমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত

সারাদেশ 22 March 2020 ৪৪৭

ঢাকা।।

করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে সুরক্ষার অংশ হিসেবে আগামী বুধবার থেকে ৩১শে মার্চ পর্যন্ত সারা দেশের সুপার মার্কেট, বিপনি বিতান ও মার্কেটসমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সমিতির মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সমিতির কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে মার্কেট সমূহ ক্রেতা শূন্য হয়ে পড়ায় এবং শ্রমিক কর্মচারি ও মালিকদের সংক্রমণ এড়াতে আগামী ২৫শে মার্চ থেকে ৩১শে মার্চ পর্যন্ত সুপারশপ, সুপার মার্কেট ও মার্কেট সমূহ বন্ধ থাকবে। কাঁচাবাজার, মুদি দোকান, ওষুধের দোকান এবং নিত্য প্রয়োজনীয় পণ্যসমুহের দোকান এই সময়ে খোলা থাকবে। সমিতির পক্ষ থেকে এসব পণ্যের দাম না বাড়াতে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের প্রতি অনুরোধ করা হয়েছে।