আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আশুগঞ্জে এক মাছ বিক্রেতাকে পিটিয়ে হত্যা

সারাদেশ 27 March 2020 ৪৫২
আশুগঞ্জ।।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জুয়া খেলার আসরে জাহাঙ্গীর আলম (৫১) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।্শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা সদরের মুন্সি মার্কেটের পাশে একটি গুদামে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর উপজেলার চরচারতলা গ্রামেরর মৃত ইলু মিয়ার ছেলে। নিহত জাহাঙ্গীর পেশায় মাছ বিক্রেতা ছিলেন। স্থানীয়রা সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত ওই গুদামটি জুয়ার আসর পরিচালনা করে আসছিল উপজেলার চরচাতলা গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম আবু ওরফে ছোট আবু। জাহাঙ্গীর এই আসরে নিয়মিত জুয়া খেলেতেন। শুক্রবার বিকেলে জুয়া খেলার সময় জাহাঙ্গীরকে কয়েকজন দুর্বৃত্ত জুয়ার আসরে গিয়ে বেধড়ক পিটুনি দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।্আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।