আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

নবীনগরে ২ দোকানদারকে ভ্রাম্যমান আদালতের ৪০ হাজার টাকা জরিমানা

সারাদেশ 27 March 2020 ৪১৮

নবীনগর।।
আজ সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সরকারি নির্দেশ অমান্য করায় দুই দোকানদারকে ভ্রাম্যমান আদালত ৪০ হাজার টাকা জরিমানা করেছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।নবীনগর সদরের বড় বাজারের মেসার্স দানা মিয়ার স্বত্বাধিকারী মোঃ জালাল মিয়াকে ২০ হাজার টাকা ও বড় বাজারের ব্যবসায়ী শম্ভু সাহা কে সরকারি নির্দেশ অমান্য করার অপরাধে বাংলাদেশ দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮/১৮৯ ধারা মোতাবেক ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান ও ওসি (তদন্ত) রুহুল আমিন, বাজার কমিটির সেক্রেটারি আশরাফুল ইসলাম জনি, সাংবাদিক শ্যামাপ্রসাদ চক্রবর্তী,সাংবাদিক জালাল উদ্দিন মনির,সাংবাদিক আবু কাওসার,সাংবাদিক মোঃ সফর মিয়া,সাংবাদিক মোঃ রবিন সাইফ প্রমুখ।