ব্রাক্ষনবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে গত ২৪ ঘন্টায় আরো ১০৭ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। রবিবার পর্যন্ত মোট ২৭৬৭ জনকে হোম কোয়ারেন্টাইনে আওতায় আনা হয়েছে। এদের মধ্যে মেয়াদ পেরিয়ে যাওয়ায় ১৭৯৫ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে থেকে মুক্ত করে দেয়া হয়েছে। বর্তমানে ৯৭২ জনকে প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীদের হোম কোয়ারেন্টিন ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে কাজ করছে সেনাবাহিনী ও জেলা প্রশাসন। আজ রবিবার সকালে মেজর মাহফুজের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা শহরের বিভিন্ন পাড়া মহল্লায় গিয়ে সদ্য ফেরৎ প্রবাসীরা হোম কোয়ারেন্টিন মানছে কি, না তা খতিয়ে দেখেন এবং জনস্বাস্থ্যের সুরক্ষায় তাদের নির্ধারিত সময় পর্যন্ত হোম কোয়ারেন্টিনে থাকতে সচেতন করেন। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে সদর হাসপাতাল সড়ক সহ বিভিন্ন পয়েন্টে জীবানুনাশক ও পানি ছিটিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়। এছাড়া ছিন্নমূল পরিবারের মাঝে সরকারি সহায়তা হিসেবে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করা হয়।
Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor