আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আখাউড়ায় গলায় ফাঁস লাগিয়ে যুবতীর আত্মহত্যা

আখাউড়া 3 April 2020 ৪৪৫

আখাউড়া।।

আখাউড়ায় গলায় ফাঁস দিয়ে যুবতীর আত্মহত্যা
আখাউড়ায় তানজিনা আক্তার তোফা(১৯)নামে মেয়ের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার ভোররাতে পৌর শহরের দেবগ্রামের স্টিল ব্রিজ নামক এলাকায় তার নিজ বাড়িতে ঘটনা ঘটে।সে ওই এলাকার মৃত জাহাঙ্গীর আলমের মেয়ে। নিহতের মা জোৎসা বেগম আখাউড়া টিভিকে জানান, আমার মেয়ের মানষিক সমস্যা হয়ে গেছিল হঠাৎ করে এখন কি কারণে সে আত্নহত্যা করেছে তেমন কোন কারণ খোঁজে পাচ্ছি না। এ বিষয়ে আখাউড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী জানান, তানজিনা আক্তার তোফা নামের এক মেয়ে আত্মহত্যা করার অভিযোগ পেয়ে আখাউড়া থানার সাব ইনেস্পেক্টর মো.হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় আখাউড়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।লাশ পোস্টমর্টেমর জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।