
ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দু’দলের সংঘর্ষে তানভীর (২২) নামে এক মাটি কাটার শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচ জন। শনিবার (০৪ এপ্রিল) দুপুরে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। তানভীর ওই গ্রামের সলিম মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে বাহাদুরপুর গ্রামে জমিতে মাটি কাটা নিয়ে দু’দল শ্রমিকের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দু’পক্ষের সংঘর্ষে ছয় জন আহত হয়। আহতদের মধ্যে তানভীরকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।