ব্রাক্ষনবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে আটকে থাকা ৬জন বাংলাদেশি দেশে ফিরেছে। মঙ্গলবার দুপুরের দিকে ইমিগ্রেশন কার্য সম্পন্ন করে। বিষয়টি নিশ্চিত করেছে আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন ইনচার্জ উপ-পরিদর্শক (এস আই) আব্দুল হামিদ। তিনি জানান, ইমিগ্রেশন কার্য সম্পন্ন করার পর তাদের জেলার বিজয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ইনচার্জ আব্দুল হামিদ আরও জানান, ৬জনের মধ্যে একজন শিশু সহ ৪জন ঢাকার, একজন আখাউড়ার ও একজন বিজয়নগর উপজেলার। ঢাকা থেকে ভারতে ৪জন মার্চ মাসের ৮তারিখে গিয়েছিলেন। বাকি দুইজন মাস দেড়েক আগে ভারতে ভ্রমনে যান। করোনার প্রভাবে ভারতে লকডাউনে তারা সেখানে আটকা পড়েছিল।বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুর রহমান জানান, ভারত থেকে ফিরে আসা ৬জনকে নবনির্মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইতিমধ্যে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
[gs-fb-comments]Copyright © 2022 Amaderkatha | Design & Developed By: Design Ghor