ব্রাক্ষনবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজের দুইদিন পর আব্দুল হামিদ (২৫) নামের এক নৌকার মাঝির লাশ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার সকালে উপজেলার সীতারামপুর এলাকায় তিতাস নদী থেকে দমকল বাহিনীর ডুবুরি সদস্যরা উদ্ধার করে। সে উপজেলার চিত্রি গ্রামের মৃত মন্নাফ মিয়ার ছেলে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায় জানান, আব্দুল হামিদ রোববার সন্ধ্যায় নৌকা চালানোর সময় তিতাস নদীতে পড়ে ডুবে নিখোঁজ হয়ে যায়। তা জানতে পেরে স্থানীয় বাসিন্দারা ও থানা পুলিশ নদীতে জাল ফেলে তল্লাশী করেও হামিদকে খোঁজে পায়নি।পরে চাঁদপুর থেকে দমকল বাহিনীর ডুবুরি দল নদীতে তল্লাশী চালিয়ে তিতাস নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
[gs-fb-comments]Copyright © 2022 Amaderkatha | Design & Developed By: Design Ghor