বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে ডাবিং করায় অ্যাডভোকেট আলী আজম চৌধুরীকে গ্রেফতার

৭ এপ্রিল, ২০২০ : ১২:১৬ অপরাহ্ণ ৪০১

ব্রাক্ষনবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়ায় জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে ডাবিং করে আপত্তিকর ভিডিও তৈরির অভিযোগে অ্যাডভোকেট আলী আজম চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাকে আটকের পর বিকেলে আদালতে প্রেরণ করা হয়। আলী আজম চৌধুরী জেলা বিএনপির শিশু, স্বাস্থ্য ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক। তিনি জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর গ্রামের মৃত সিরাজ চৌধুরীর ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ধর্মজিৎ সিংহ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতিরজনক বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রীর একটি ভিডিওতে দুরুদ সংযুক্ত করে ছড়িয়ে দেওয়া হয়েছিল। ওই দুরুদে আপত্তিকর কথা যুক্ত করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে অ্যাডভোকেট আলী আজম চৌধুরীকে শহরের পাইকপাড়া থেকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, প্রাথমিক অবস্থায় তার জড়িত থাকার প্রমাণ মিলেছে। যে ডিভাইসটি থেকে এই ভিডিও ছাড়ানো হয়েছে তা জব্দ করা হয়েছে। তথ্যপ্রযুক্তি আইনে মামলায় তাকে আদালতে প্রেরণ করা হলে সেখান থেকে জেলহাজতে প্রেরণ করে।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com