নাসিরনগর।।
নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের সিংহগ্রামে ঘরে চালে ঝড়ে নারিকেল গাছ পড়াকে ডাল পড়াকে কেন্দ্র করে দুই পক্ষের ঝগড়ার জেরে অকিল সরকার (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে নিহতের পরিবার সূত্রে অভিযোগ রয়েছে। এবিষয়ে অকিল সরকারের ছেলে প্রাণতোষ সরকার বলেন, সকালে ঝড় বৃষ্টিতে ভেঙ্গে একটি নারিকেল গাছের ডাল আমাদের ঘরের উপরে পড়ে যায়। বিষয়টি জানাতে আমার বাবা অকিল সরকার প্রতিপক্ষের বাড়ীতে যায়।এ সময় সুরেন্দ্র সরকার, রাখাল সরকার, গোপাল সরকার মিলে আমার বাবা হার্টের রোগী অকিল সরকারকে কিল, ঘুষি, লাথি মুড়া মারে। প্রাণতোষ সরকার আরো জানান তার বাবা এ সময় অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এ বিষয়ে প্রাণতোষ প্রশাসনের নিকট সুষ্ঠ বিচার দাবী করে। এ বিষয়ে নাসিরনগর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তৃব্যরত চিকিৎসক মোঃ আল আমিন বলেন, রোগীটি হাসপাতালে নিয়ে আসার পর আমি তাকে কিছু পরীক্ষা নিরীক্ষা দেই এবং তাকে মৃত দেখতে পাই। এ বিষয়ে নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কবির হোসেন জানান, বাড়ী নিয়ে তাদের দুপক্ষের মাঝ দীর্ঘদিন যাবৎ মামলা মোকদ্দমা চলে আসছিল। লাশের ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
[gs-fb-comments]Copyright © 2022 Amaderkatha | Design & Developed By: Design Ghor