আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু

সরাইল 20 April 2020 ৬৫৩

সরাইল।।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলামিন (১০) নামের এক শিশু মারা গেছেন। সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ এলাকায় এই ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু আলামিন ওই এলাকার আব্দুস সামাদের ছেলে ও একই ইউনিয়নের দৌলতপাড়া মাদানি তাসফিরুল কোরাআন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক আব্দুস সামাদের বাড়িতে ধান মাড়াইয়ের করছিল উঠানে। ধান মাড়াই করতে বৈদ্যুতিক পাখা বিদ্যুতে সংযোগ করে। দুপুরের দিকে বৈদ্যুতিক পাখার ওই সংযোগে শিশু আলামিন স্পৃষ্ট হয়ে অচেতন হয়ে যায়। অচেতন অবস্থায় আলামিনকে পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য বশিরুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে। বিষয়টি আমি থানায় অবহিত করেছি।পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।