বিজয়নগরে মুক্তিযোদ্ধাদেরকে চেয়ারে বসিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করলেন ইউএনও মেহের নিগার

২১ এপ্রিল, ২০২০ : ১১:০৮ পূর্বাহ্ণ ৫২০

বিজয়নগর।।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে সম্মান দেখিয়ে চেয়ারে বসিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহের নিগার। আজ মঙ্গলবার ২১ এপ্রিল সকাল ১২ টায় উপজেলা চত্ত্বরে উপজেলা সমাজ কল্যাণ মন্ত্রনালয় হতে বরাদ্দকৃত উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪১ জন মুক্তিযোদ্ধের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে ইউএনও মেহের নিগার বলেন বিজয়নগর উপজেলায় আমি থাকতে কোন মুক্তিযোদ্ধা না খেয়ে থাকবেনা, আপনাদের যেকোনো সমস্যায় সরাসরি আমাকে জানাবেন। সরকারি ফান্ড না থাকলেও প্রয়োজনে আমার ব্যাক্তিগত তহবিল থেকে আপনাদের পাশে আমি সব সময় থাকবো। আমিও একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধােদের প্রতি আবেগের যায়গাটি আমার একদমই ভিন্ন। খাদ্যসামগ্রী বিতরণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আফরোজা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা নিরুপা ভৌমিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর জাহান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সাজের্ন্ট (অব) মো: তারা মিয়া প্রমুখ।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com