সরাইলে খাবারের দাবিতে ইউএনও অফিস ঘেরাও

২১ এপ্রিল, ২০২০ : ১০:৪৪ পূর্বাহ্ণ ৫১০

সরাইল।।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খাবারের দাবিতে উপজেলার কয়েকটি ইউনিয়নের নারী-পুরুষ ও শিশুসহ অসখ্য মানুষ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করে কয়েক ঘণ্টাব্যাপী অবস্থান নেয়। এ সময় তারা ত্রাণের দাবিতে স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। উপস্থিত ভুক্তভোগীরা জানান, উপজেলার সৈয়দ টোলা, ব্যাপারীপাড়াসহ কয়েকটি ইউনিয়নের জনপ্রতিনিধিরা তাঁদের সরকারি ত্রাণ দেওয়ার কথা থাকলেও, তাঁরা তা পাননি। এতে চলমান সংকটে কর্মহীন এসব মানুষ পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। বাধ্য হয়েই আজ মঙ্গলবার দুপুরে তাঁরা এ কর্মসূচি পালন করেন। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসন উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা বিক্ষুব্ধদের ত্রাণের আশ্বাস দিলে তারা ঘটনাস্থল ত্যাগ করে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খানকে ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি তা রিসিভ করেননি।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com