ব্রাহ্মণবাড়িয়া জেলা সমবায় কল্যাণ সমিতি গঠন

২৪ এপ্রিল, ২০২০ : ৬:৫৪ পূর্বাহ্ণ ৭৬৬

ব্রাহ্মণবাড়িয়া।।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রণালয়ের সমবায় অধিদপ্তরের নিবন্ধিত সমবায় সমিতি গুলোর সমন্বয়ে ” ব্রাহ্মণবাড়িয়া জেলা সমবায় কল্যাণ সমিতি” গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৫টায় জেলা শহরের পুরাতন জেল রোডস্থ আল খলিল ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। প্রাইম মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর সভাপতি আসিফ ইকবাল খান কে সভাপতি ও স্বপ্নতরী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর সভাপতি মোঃ তাহের উদ্দিন ভুইয়াকে সাধারন সম্পাদক ঘোষণা করে ১১ সদস্য বিশিষ্ট এ কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন – সিনিয়র সহসভাপতি খলিল বশির মানিক, সহসভাপতি সাইফুল ইসলাম লিমন, যুগ্ম সাধারন সম্পাদক সাংবাদিক এনামুল হক খোকন, কোষাধ্যক্ষ ফোরকান উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক অর্পণ ঋষি, কার্যকরী সদস্য মোঃ ফারুক মিয়া, আনোয়ারুল ইসলাম, সুমন মিয়া, শাহীন আক্তার ভুইয়া। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সঞ্জয় রায়, জাহের মিয়া সহ অন্যান্য সমবায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ। উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া জেলায় পরিচালিত সকল সমবায় সমিতির কল্যাণে এই সংগঠনটি কাজ করবে। সভায় সর্বসম্মতিক্রমে জেলার বিভিন্ন উপজেলায় পরিচালিত কোন সমবায় সমিতি “ব্রাহ্মণবাড়িয়া জেলা সমবায় কল্যাণ সমিতি” সদস্য হতে ইচ্ছুক হলে যোগাযোগ করার অনুরোধ করা হলো। (প্রেস বিজ্ঞপ্তি)।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com