ব্রাক্ষনবাড়িয়ায় করোনায় আক্রান্ত দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন

২৬ এপ্রিল, ২০২০ : ৩:১৫ অপরাহ্ণ ৩৯৮

ব্রাক্ষনবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়ার বক্ষব্যাধি হাসপাতালে আইসোলেশনে থাকা করোনাভাইরাসে আক্রান্ত দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। রোববার বিকেল পাঁচটার দিকে হাসপাতালের আইসোলেশন থেকে তাদেরকে ছাড়পত্র দেয়া হয়।জানা গেছে, ১০ এপ্রিল আখাউড়ার আমোদাবাদ গ্রামের বাসিন্দা লিটন মিয়ার স্ত্রী রত্না বেগম করোনায় আক্রান্ত হন। তাকে ব্রাহ্মণবাড়িয়া বক্ষব্যাধি হাসপাতালে কারোনা আইসোলেশন কেন্দ্রে নিয়ে আসা হয়। সেখানে ১৬ দিন চিকিৎসা নেয়ার পর তার দুই দফা পরীক্ষায় করোনা নেগেটিভ আসে। এদিকে ১৭ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর গ্রামের আবু নেছারের ছেলে মো. মোবারক হোসেন করোনায় আক্রান্ত হন। তাকেও বক্ষব্যাধি হাসপাতালের আইসোলেশনে আনা হয়। নয়দিন পর তিনিও সেরে উঠেন।সিভিল সার্জন কার্যালয়ে মেডিকেল অফিসার মাহমুদুল হাসান বলেন, দুইজনকে ছাড়পত্র দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। তাদের প্রথম নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছিল। তাই তাদেরকে আইসোলেশনে রাখা হয়। পরে দুই দফায় নমুনা পরীক্ষায় নেগেটিভ আসায় ছাড়পত্র দেয়া হয়েছে।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com