স্বামীবাগ ইসকন মন্দিরে করোনায় ৩১ জন আক্রান্ত।। মন্দিরটি লকডাউন

২৬ এপ্রিল, ২০২০ : ৬:২৯ পূর্বাহ্ণ ৬৭০

ঢাকা।। 

রাজধানীর ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) বা আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘে ৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। শনিবার (২৫ এপ্রিল) গেন্ডারিয়া থানার স্বামীবাগ এলাকায় অবস্থিত মন্দিরের আশ্রমটি লকডাউন করে পুলিশ।গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজু মিয়া ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেও তাদের কোনো হাসপাতালে না নিয়ে আশ্রমের ভেতরে নিজস্ব ব্যবস্থাপনায় চিকিৎসা দেওয়া হচ্ছে। যাদের করোনা পজেটিভ এসেছে তারা আশ্রমের ভেতরেই থাকেন।” গেন্ডারিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মামুন শাহ ঢাকা ট্রিবিউনকে বলেন, “আইইডিসিআর’এর নিদের্শে আক্রান্তরা সবাই আইসোলেশন ও চিকিৎসাধীন আছেন। যাতে এলাকার মানুষের মধ্য ছড়াতে না পারে সেজন্য আমরা আইইডিসিআর’এর নির্দেশে ওই এলাকার রাস্ত লকডাউন করেছি।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com