আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

বাঙ্গরা তিনসন্তানের জননীর রহস্যজনক মৃত্যু

সারাদেশ 28 April 2020 ২১৮৪

মো রকিব।।

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার চাপিতলা দক্ষিণপাড়ায় রবিবার দুপুরে তিনসন্তানের জননী সেলিনা আক্তার (৩০) নামের এক গৃহবধুকে হত্যা করে তার স্বামী লাশ ঝুলিয়ে রেখেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় নিহতের মা জায়েদা খাতুন বাদী হয়ে বাঙ্গরা থানায় হত্যা মামলা দায়ের করেন। এই ঘটনার পর থেকে স্বামী খোকন সরকার ও তার পরিবার পলাতক রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেন। জানা গেছে, ১২ বছর পূর্বে চাপিতলা দক্ষিণপাড়ার মৃত মাইনউদ্দিন ছেলের খোকন সরকারের সাথে টংকী ইউনিয়নের অন্ততপুর গ্রামের করমআলীর মেয়ে সেলিনার সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের টাকার জন্য স্বামী ও তার পরিবারের লোকজন সেলিনাকে নির্যাতন করতো এরই জের ধরে রবিবার সকালে স্বামী ও স্ত্রীর কথাকাটাকাটি হয়ে। কথাকাটাকাটি এক পর্যায়ে তার স্বামীর ও তার শ্বশুরবাড়ির লোকজন তাকে মারধোর করে হত্যা ওরনা দিয়ে ঘরের তীরে ঝুলিয়ে রেখে স্বামী ও তার পরিবারের লোকজন পালিয়ে যায়। অভিযোগ রয়েছে, খোকন সরকার তার ভাবির সাথে পরক্রিয়ার জেরে সে তার স্ত্রীকে হত্যা করে। নিহতের সন্তান সুরাইয়া বলেন, সকালে আমার বাবা আমার মাকে মারধোর করে।
আলেখা বেগম বলেন, হাদিজা নামের এক মহিলার সেলিনার স্বামীর পরক্রিয়া ছিল। এর কারনেই সে তার স্ত্রীকে হত্যা করে। বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, মা বাদী হয়ে হত্যা মামলা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেন।