বয়ফ্রেন্ডের সঙ্গে লকডাউনে কাইলি জেনার

২৮ এপ্রিল, ২০২০ : ৩:৫৮ অপরাহ্ণ ৭১৪

বিনোদন।।

করোনায় কোথায় আছেন মার্কিন টেলিভিশন তারকা কাইলি জেনার? সান প্রকাশিত খবর অনুযায়ী কাইলি এখন রয়েছেন তার ৩৬ বিলিয়ন ডলারের বিলাসবহুল প্রাসাদে। সেখানে বয়ফ্রেন্ড ট্রেভিস স্কট ও তাদের ২ বছরের সন্তান স্টর্মির সঙ্গে নিজেকে লকডাউন করেছেন কাইলি। সম্প্রতি ইনস্টাগ্রামে সেই প্রাসাদের স্নানঘর থেকে একটি ছবি পোস্ট করেন কাইলি। সেখানে মার্কিন তারকা লিখেছেন, তিনি তার মেকআপ নিয়ে এক্সপেরিমেন্ট করছেন। যার প্রত্যুত্তরে অনেক তারকাই তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। করোনা আবহে বিশ্ববাসীকে সচেতনও করেছেন কাইলি। একটি ইনস্টা পোস্টে মার্কিন তারকা নিজের ছবি পোস্ট করে লিখেছেন, সুপ্রভাত। সবার জন্য আমার ভালবাসা ও প্রার্থনা।আশা করি সবাই ভাল আছেন, নিরাপদে আছেন। প্রসঙ্গত, করোনার মতো এই ভয়াবহ পরিস্থিতিতেও গ্ল্যামার দুনিয়ায় নিজের ছাপ অনবরত রেখে যাচ্ছেন কাইলি। মুখে মাস্ক, পরনে সাদা ক্রপ টপ। সঙ্গে জিন্স। বিলাসবহুল গাড়ি থেকে নেমে তারকার এই ছবি ইতিমধ্যেই ভাইরাল। সান প্রকাশিত খবর অনুযায়ী, কাইলি ওই পোশাকে শপিংয়ে বেড়িয়েছিলেন। কোয়ারেন্টিন থাকার মধ্যেই তিনি ছোট্ট ‘ব্রেক’ নিলেন বলেও দাবি সান পত্রিকার। এদিকে কাইলি বলেন, অনেকেই আমার অবস্থান সম্পর্কে জানতে চেয়েছেন। আমি ও আমার বয়ফ্রেন্ড স্কট এক সাথে আছি। সাথে রয়েছে আমাদের সন্তান। খুব একটা বাসা থেকে বের হচ্ছি না। তবে অবসদ সময় আমরা উপভোগ্য করার চেষ্টা করছি।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com