আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়া জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মো: আনোয়ার হোসেন খান বিপিএম (বার), পিপিএম মহোদয় পঞ্চম উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০১৯ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ব্রিফ প্রদান করেন। এই সময় পুলিশ সুপার মহোদয় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সহ সকল সার্কেল অফিসারদের নির্দেশ দেন যে সবোর্চ্চ নিরপেক্ষতা ও পেশাগত মনোভাব, সর্বোচ্চ দৃঢ়তা ও পেশাদারিত্বের সাথে প্রত্যেকের দায়িত্ব পালন করতে হবে। কাউকে নির্বাচন ঘিরে অরাজকতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। প্রত্যেক পুলিশ সদস্যকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নির্বাচন কমিশনের সকল নির্দেশনা মোতাবেক দায়িত্ব পালন করার জন্য পুলিশ সুপার মহোদয় নির্দেশ প্রদান করেন। অন্যথায় যে যেখানে ব্যর্থ হবে তার দায় তার উপর বর্তাবে।

ব্রাহ্মণবাড়িয়া সদর 30 April 2020