আমরা সময়ের কথা সময়ে বলি।
ব্রাহ্মণবাড়িয়া জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মো: আনোয়ার হোসেন খান বিপিএম (বার), পিপিএম মহোদয় পঞ্চম উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০১৯ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ব্রিফ প্রদান করেন। এই সময় পুলিশ সুপার মহোদয় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সহ সকল সার্কেল অফিসারদের নির্দেশ দেন যে সবোর্চ্চ নিরপেক্ষতা ও পেশাগত মনোভাব, সর্বোচ্চ দৃঢ়তা ও পেশাদারিত্বের সাথে প্রত্যেকের দায়িত্ব পালন করতে হবে। কাউকে নির্বাচন ঘিরে অরাজকতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। প্রত্যেক পুলিশ সদস্যকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নির্বাচন কমিশনের সকল নির্দেশনা মোতাবেক দায়িত্ব পালন করার জন্য পুলিশ সুপার মহোদয় নির্দেশ প্রদান করেন। অন্যথায় যে যেখানে ব্যর্থ হবে তার দায় তার উপর বর্তাবে।