আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

কমলগঞ্জে ‘মণিপুরি দূর্যোগ ত্রাণ তহবিল’ এর উদ্যোগে ত্রাণ সহায়তা

সারাদেশ 13 June 2020 ৫৭০
পিনাক ভট্টাচার্য ,কমলগঞ্জ হতে:-
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ‘মনিপুরী দূর্যোগ ত্রাণ তহবিল’সংগঠনটির উদ্যোগে কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে অবস্হিত  মনিপুরী কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে সংগঠনটির সদস্যরা স্বাস্থ্যবিধি মেনে উপজেলার মনিপুরী ১৪ টি গ্রামে বসবাসরত অসহায় ১৭০ টি পরিবারকে চাল, আলু, তেল ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছেন। পাশাপাশি করোনা  সম্পর্কে সচেতন করেছেন।
শুক্রবার দুপুরে মণিপুরি কালচারাল কমপ্লেক্সে বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক অরুণ কুমার সিংহ, সদস্য-সচিব সমরেন্দ্র সিংহ, সদস্য অশোক কুমার সিংহ, সমরজিৎ সিংহ, নীল কুমার সিংহ, প্রবিত সিংহ, হরি কুমার শর্মা, প্রণব কুমার সিংহ, সোনাবরণ সিংহ, সুবল সিংহ, রাজ বাবু সিংহ, সুমন্ত কুমার সিংহ, অনিল কুমার সিংহ, স্বপন সিংহ, কে বিশ্বজিৎ সহ প্রিন্ট ও ইলেকট্র্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনের আহবায়ক অরুণ কুমার সিংহ বলেন, করোনা ভাইরাসে অসহায় মানুষের কথা চিন্তা করে আমেরিকা প্রবাসী, কমলগঞ্জ উপজেলার বিভিন্ন পেশায় কর্মরত এবং দেশ বিদেশের বসবাসরত হৃদয়বান মনিপুরী ও একটি মনিপুরী সংস্থা এ সহায়তায় এগিয়ে এসেছেন।
তিনি আরও জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দুঃস্থ ও খেটে খাওয়া পরিবারগুলোর মাঝে খাদ্যে সঙ্কট দেখা দিয়েছে। সেই অভাব কিছুটা হলেও দূর করতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। তাদের এ সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।