
কুতুবদিয়া।।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) দিদারুল ফেরদৌসকে মহেশখালী থানায় বদলি করা হয়েছে। বুধবার ( ১ জুলাই) এই বদলীর আদেশ দেন কক্সবাজার জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন। তার স্থলে চকরিয়া থানার ওসি ( তদন্ত) সফিকুল আলম চৌধুরীকে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে। ওসি দিদারুল ফেরদৌস এর আগেও মহেশখালী থানায় ওসি ( তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। কুতুবদিয়া থানায় ওসি হিসেবে যোগদানের পর থেকে রাজনৈতিক সহিংসতা রোধ, জলদস্যু দমন, মাদক উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার, আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে ছিলেন তিনি। বিশেষ করে করোনা মহামারি দুর্যোগে অসহায়দের সহায় হয়ে খাদ্য সামগ্রী বিতরণ, করোনায় ঝুঁকি নিয়ে লাশ দাফন, করোনা রোগীদের চিকিৎসা সহয়তা, বিভিন্নভাবে মানুষকে সচেতন করার পাশাপাশি করোনা রোধে তিনি অনন্য ভূমিকায় অবতীর্ণ ছিলেন।