
ব্রাক্ষনবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ায় দেশবরেণ্য প্রখ্যাত আলেম শহরের ভাদুঘর জামিয়া সিরাজীয়া দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদিস আল্লামা মনিরুজ্জামান সিরাজী (বর্তমান বড় হুজুর) ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যু কালে ওনার বয়স হয়েছিল (৯০) বছর।বার্ধক্যজনিত কারণে রোববার দুপুর ১২টায় ভাদুঘরে নিজ বাস ভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যু কালে স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।মরহুমের জানাজার নামাজ বাদ আছর ভাদুঘর জামিয়া সিরাজীয়া দারুল উলুম মাদ্রাসায় অনুষ্ঠিত হবে বলে জানা যায়। তিনি উপমহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন মোফাছ্ছিরে কোরআন বড় হুজুর মরহুম আল্লামা সিরাজুল ইসলাম সাহেব এর জ্যেষ্ট পুত্র।এদিকে মরহুমের মৃত্যুর সংবাদ শুনে সর্বমহলে শোকের ছাঁয়া নেমে আসে। তাকে একনজর দেখতে জেলা প্রশাসক হায়াত উদ-দোলা খাঁন, পুলিশ সুপার মুহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ নানা শ্রেনী পেশার মানুষ মরহুমের বাস ভবনে যান।