
নাসিরনগর।।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সড়ক দুর্ঘটনায় সাফাত-(২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার (১২ অক্টোবর) বিকেল ৪টার দিকে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কের নাসিরনগরের কুন্ডা রেরিবাঁধ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত সাফাত সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের কালীকচ্ছ গ্রামের আবদুস সামাদের ছেলে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার (১২ অক্টোবর) বিকেলে এক বন্ধুকে নিয়ে মোটর সাইকেলযোগে বেরিবাঁধ এলাকায় ঘুরতে যায় সাফাত। তিনি নিজেই মোটর সাইকেল চালান। মোটর সাইকেলটি সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কের নাসিরনগরের কুন্ডা রেরিবাঁধ এলাকায় পৌঁছে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাফাত মারা যায়।