
ব্রাক্ষণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের প্রতিভাবান তরুণ কবি সৈয়দ মোনাব্বির আহমেদ তনন হত্যার ঘটনায় চেতনায় স্বদেশ গণগ্রন্থাগারের আয়োজনে একটি শোক ও প্রতিবাদ সভা গতকাল সোমবার সন্ধ্যায় গণগ্রন্থাগারে অনুষ্ঠিত হয়। “চেতনায় স্বদেশ গণগ্রন্থাগার” এর প্রতিষ্ঠাতা ও সভাপতি, প্রখ্যাত কবি ও কথাসাহিত্যক আমির হোসেন এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক, সাংবাদিক মনির হোসেন।বিক্ষুব্ধ সংস্কৃতি সমাজ ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক মনিরুল ইসলাম শ্রাবণ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, আশুগঞ্জ ফিরোজ মিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক, কবি ও লেখক এম.এ. হানিফ, সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক, কবি ও লেখক মোঃ আব্দুর রহিম, কবি রাশিদুল্লাহ তুষার, কবি ও গল্পকার সাদমান সাহিদ, জেলা বাসদের আহবায়ক, সাংবাদিক প্রবীর চৌধুরী রিপন, নদী নিরাপত্তার সামাজিক সংগঠন “নোঙর” এর সভাপতি শামীম আহমেদ, লেখক ও গীতিকার গাজী তানভীর আহমেদ, কবির কলমের সাধারণ সম্পাদক কবি হুমায়ূন কবির, সৃজন সাহিত্য সংগঠনের সাংগঠনিক সম্পাদক কবি সাজন আহমেদ, নবীন লেখক নাহিদুল আছহাব অনিক।সভায় তননকে উৎসর্গ করে কবিতা পাঠ করেন কবি মনির হোসেন, কবি এম.এ. হানিফ, কবি মোঃ আব্দুর রহিম, কবি হুমায়ূন কবির, কবি সাজন আহমেদ, সামিয়া আরিশকা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিক্ষুব্ধ সংস্কৃতি সমাজ ব্রাহ্মণবাড়িয়ার যুগ্ন আহবায়ক এরফানুল হক সুজন, জেলা ছাত্র মৈত্রীর সভাপতি কবি ফাহিম মুনতাসির, কবির কলমের যুগ্ম সাধারণ সম্পাদক কবি মোঃ শরিফ সরকার, নবিনদের মত প্রকাশের আহবায়ক মোঃ জিহাদ, মোঃ রাহিম প্রমুখ।সভায় বক্তাগণ কবি তননের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, সংস্কৃতির রাজধানীতে একজন কবিকে নির্মমভাবে হত্যা করা মেনে নেয়া যায় না। তারা তনন হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার শিল্প-সাহিত্য-সংস্কৃতি কর্মীদের প্রতিবাদ ও আন্দোলন অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেন। অবিলম্বে সকল আসামীদের দ্রুত গ্রেফতার করার জোর দাবি জানান।সভায় তননের আত্মার মাগফেরাত কামনা করে এবং শারীরিকভাবে অসুস্থ ব্রাহ্মণবাড়িয়ার শ্রদ্ধেয় কবি আবদুল মান্নান সরকার, কবি জয়দুল হোসেন, চিত্রগ্রাহক প্রাণতোষ চৌধুরী ও নারী নেত্রী নন্দিতা গুহ-এর সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।