আখাউড়া।।
বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) ৬ সদস্যের একটি প্রতিনিধি দল সীমান্ত সম্মেলনে অংশ নিতে ৩ দিনের সফরে ভারতে গেছেন। মঙ্গলবার বিকেলের দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দলটি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় প্রবেশ করে। বিজিবি‘র দক্ষিণ পূর্ব অঞ্চলের (চট্টগ্রাম রিজিয়ন) কমান্ডার (অতিরিক্ত মহাপরিচালক) ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার ফরিদ হোসেন ৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।সীমান্তের নোম্যান্সল্যান্ডে দলটি পৌঁছালে ভারতের ১২০ ব্যাটালিয়ন বর্ডার সিকিউরিটি ফোর্স’র (বিএসএফ) অধিনায়ক রত্নেশ কুমার অভ্যর্থনা জানান।বিজিবি কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় ২৫ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত সীমান্ত সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা হবে। ২৭ নভেম্বর আলোচনা শেষে প্রতিনিধি দলটি আখাউড়া চেকপোস্ট সীমান্ত দিয়ে দেশে ফিরবে।কুমিল্লা সেক্টর কমান্ডার (ভারপ্রাপ্ত) গোলাম ফজলে রাব্বি জানান, বৈঠকে সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, মাদক, নারী-শিশু পাচার প্রতিরোধসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি নিয়ে সম্মেলনে আলোচনা হবে। এসময় ২৫ বর্ডার গার্ড বাংলাদেশ’র সরাইল ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদাউস কবির উপস্থিত ছিলেন।
[gs-fb-comments]Copyright © 2021 Amaderkatha | Design & Developed By: Design Ghor