ডেস্ক।।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার দানবীর খ্যাত মহেশ চন্দ্র ভট্টাচার্যের আজ ১৬২ তম জন্মদিন।বিটঘর ইউনিয়নের বিটঘর গ্রামে তার পূর্ণভূমি। বর্তমানে নানান সমালোচনার পরও প্রশাসন তারই বসতভিটা রক্ষার বদলে সেখানে ভূমিহীনদের জন্য ঘর নির্মাণ করছে। এ নিয়ে এলাকায় চরম ক্ষোভ থাকলেও একতরফা ভাবে সরকারি আয়োজনে তার স্মৃতিময় বসতভিটায় গুচ্ছ গ্রামের আদলে ঘর নির্মাণ করে নানান প্রশ্নের সৃষ্টি করেছে।মহেশ চন্দ্র ভট্টাচার্যের জন্মদিন উপলক্ষে এক বিশেষ প্রার্থনা সভাসহ বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছে মহেশ স্মৃতি রক্ষা কমিটি ও মহেশ ট্রাস্ট। গতকাল রাতে আনুষ্ঠানিক ভাবে কেক কেটে মহেশ ভট্টাচার্যের ১৬২ তম জন্মদিন পালন করেছে মহেশ ট্রাষ্ট।জানা গেছে, দানবীর মহেশ চন্দ্র ভট্টাচার্য হলো এমন একজন মানুষ যে তার অর্জনকৃত সম্পদের সামান্য কিছু অংশ নিজে ভোগ করতেন। আর বাকি অংশ মানব কল্যাণের জন্য দান করে গেছেন। শুধু দানই নয়, তিনি ছিলেন সৎ,নিষ্ঠাবান ও কর্তব্য পরায়ন ব্যক্তি।মহেশ চন্দ্র ভট্টাচার্য তুমি আমাদের মাঝে বেঁচে থাকবে চিরকাল।আজকের এই দিনে দানবীর মহেশ চন্দ্র ভট্টাচার্যের জন্মদিনে জানাই সবাইকে শুভেচ্ছা।
Copyright © 2021 Amaderkatha | Design & Developed By: Design Ghor