বিজয়নগর।।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রমজান আলী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান। এর আগে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে।নিহত রমজান উপজেলার পত্তন ইউনিয়নের বড়পুকুরপাড় গ্রামের শুক্কু মিয়ার ছেলে।হাসপাতাল ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি আতিকুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে বন্ধুদের সঙ্গে এলাকায় ব্যাডমিন্টন খেলতে যায় রমজান। ব্যাডমিন্টন মাঠের বৈদ্যুতিক লাইনের সংযোগ লাগানোর জন্য গেলে হঠাৎ তারটি ছিঁড়ে রমজানের ওপর পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক রমজানকে মৃত ঘোষণা করেন।হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. খান রিয়াজ মাহমুদ জিকু জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।ওসি আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
[gs-fb-comments]Copyright © 2021 Amaderkatha | Design & Developed By: Design Ghor