আশুগঞ্জ।।
আশুগঞ্জে ট্রাকচাপায় দুইবছরের শিশু নিহত
বুধবার (১৩ জানুয়ারী) বিকেলে উপজেলার চরচারতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমন ওই গ্রামের আবু বক্করের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির পাশের সড়কে খেলা করছিল শিশু সুমন। এ সময় একটি তেলবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে সে। এতে ঘটনাস্থলেই নিহত হয়। দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি পুলিশ। আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে নিহত শিশুটির পরিবার মৃত্যুর ঘটনায় কোনো মামলা করবে না বলে পুলিশের কাছে লিখিত ভাবে জানিয়েছে।
Copyright © 2021 Amaderkatha | Design & Developed By: Design Ghor