ঢাকা।।
আবার এলো ফেব্রুয়ারি। ভাষা আন্দোলনের মাস শুরু হলো আজ সোমবার। ভাষার মাসের শুরুতেই বিনম্রচিত্তে স্মরণ করছি ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা রামরাইল ইউনিয়ন এর কিংবদন্তি কৃতি সন্তান ও প্রথম ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত’কে। ফেব্রুয়ারি মাস এলেই হৃদয়টা দুমড়ে মুচড়ে চেতনা শক্তি সঞ্চালন হয়ে উঠে। এই মাসটা আমাদেরকে নতুন করে সামনে এগিয়ে চলার অনুপ্রেরণা যোগায়।
আজকের দিন থেকে ধ্বনিত হবে সেই অমর সংগীতের অমিয় বাণী ‘আমার ভাই এর রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।’ বাঙালি জাতি পুরো মাসজুড়ে ভালোবাসা জানাবে ভাষার জন্য যারা প্রাণ দিয়েছিলেন তাঁদের প্রতি। ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ফেব্রুয়ারি ছিল ঔপনিবেশিক প্রভুত্ব ও শাসন-শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার প্রথম উন্মেষকাল। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই অমর শহীদদের, যাঁরা মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য তাঁদের জীবন দিয়ে গেছেন। যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা মাকে ‘মা’ বলে ডাকতে পারছি।
Copyright © 2021 Amaderkatha | Design & Developed By: Design Ghor