ব্রাক্ষণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ায় আগুন পোহাতে গিয়ে শায়লা নামের এক সাত বছরের শিশুর শরীর অগ্নিদগ্ধ হয়ে পুড়ে হয়েছে। বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকেলের দিকে সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা গ্রামে এই ঘটনা ঘটে। শায়লা ঐ এলাকার পশ্চিম পাড়ার আরশ মিয়ার মেয়ে। তাদের স্থায়ী বাড়ি কিশোরগঞ্জ জেলার অষ্ট্রগ্রাম উপজেলার নুরপুর গ্রাম।পরিবার সূত্রে জানা যায়, দুপুরে শায়লাকে ঘরে রেখে তার মা পাশের বাড়িতে যায়। ওই সময় শায়লা গ্যাসের চুলার সামনে গিয়ে আগুন পোহাতে যায়। এসময় আগুন তার শরীরে লেগে ঝলসে যায়।পরে তার আত্মচিৎকারে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে।জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক এবিএম মূসা চৌধুরী জানান, গ্যাসের আগুনে মেয়েটির শরীরের অনেকাংশে অগ্নিদগ্ধ হয়ে পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রেখেছি। দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়া প্রয়োজন৷
[gs-fb-comments]Copyright © 2021 Amaderkatha | Design & Developed By: Design Ghor