ব্রাক্ষষণবাড়িয়া।। আজ দুপুরের দিকে জেলা সদর হাসপাতালে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। উদ্বোধনী টিকাটি গ্রহণ করেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন।সকাল পর্যন্ত তিন হাজার ১৭ জনের নিবন্ধন করেছেন।জেলা প্রশাসকের পরে টিকা গ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়ার সাবেক সিভিল সার্জন ও ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ।টিকাদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শওকত হোসেন ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলায় এক লাখ আট হাজার ডোজ করোনার টিকা এসে পৌঁছায়। পরবর্তী ধাপের জন্য আরও টিকা ধাপে ধাপে আসবে।"/>
আজ দুপুরের দিকে জেলা সদর হাসপাতালে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। উদ্বোধনী টিকাটি গ্রহণ করেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন।সকাল পর্যন্ত তিন হাজার ১৭ জনের নিবন্ধন করেছেন।জেলা প্রশাসকের পরে টিকা গ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়ার সাবেক সিভিল সার্জন ও ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ।টিকাদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শওকত হোসেন ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলায় এক লাখ আট হাজার ডোজ করোনার টিকা এসে পৌঁছায়। পরবর্তী ধাপের জন্য আরও টিকা ধাপে ধাপে আসবে।
[gs-fb-comments]Copyright © 2021 Amaderkatha | Design & Developed By: Design Ghor