ব্রাক্ষণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ ও জাতীয় দিবস পালিত হয়েছে।আজ বিকালে ব্রাক্ষণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের উদ্যোগে
এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী।পুলিশ সুপার আনিছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান,সিভিল সার্জন একরামুল্লা,ব্রাক্ষণবাড়িয়া সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসার এ এস এম শফিকুল্লা। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক,উপজেলা চেয়ারম্যান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারসহ বিভিন্ন স্তরের লোকজন উপস্হিত ছিলেন।
এদিকে আজ সাকালে জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় বঙ্গবন্ধু স্কায়ারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে সাংসদ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা।
Copyright © 2021 Amaderkatha | Design & Developed By: Design Ghor