আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে গণহত্যা দিবস পালিত

অন্যান্য, বিশেষ প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া সদর, মুক্তমত 25 March 2021 ৫৭৯

ব্রাহ্মণবাড়িয়া।।

আজ ২৫ মার্চ গণহত্যা দিবসে ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা শেষে দাতিয়ারা ওয়াপদা অফিসস্হ পাক-হানাদার বাহিনীর ক্যাম্প ও নির্যাতন কেন্দ্রটিতে মোমবাতি প্রজ্বলন করা হয়। এবং সকল বীর শহীদদের রুহের মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালনের মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের গণহত্যা দিবস অনুষ্ঠানের সমাপ্তি করেন ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি রেজাউল করীম।
এসময় উপস্হিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি খাইরুল কবীর, সাধারণ সম্পাদক প্রবীর চৌধূরী রিপন, যুগ্ন সম্পাদক লুৎফুর রহমান, দপ্তর সম্পাদক সোহেল সরকার, কোষাধ্যক্ষ আইফাত ইসলাম,পাঠাগার সম্পাদক জাকির হোসেন জিকু ও সদস্য এনায়েত খান প্রমুখ। এ সময় বক্তগন বলেন, ১৯৭১ সালে স্বাধীনতাকামী, মুক্তিকামী বাঙালি জাতির উপর পাকহানাদার বাহিনী এবং তাদের এদেশীয় সহযোগী জামাত-শিবির, মুসলিমলীগ,রাজাকার-আলবদর-আল শামস-শান্তি কমিটি দ্বারা সংগঠিত ইতিহাসের বর্বরতম গণহত্যা শুধু বাঙালির উপর গণহত্যাই না, সমগ্র মানবসমাজের উপর পরিচালিত গণহত্যা। ১৯৭১ গণহত্যা শুধু বাঙালি জাতির উপর পরিচালিত নিকৃষ্টতম অবিচার না, মানবজাতির উপর পরিচালিত নিকৃষ্টতম অবিচার। তাই বাঙালি জাতির জন্য ন্যায়বিচার, সমগ্র মানব সমাজের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য গণহত্যার বিচার অব্যাহত রাখার পাশাপাশি বাংলাদেশে ১৯৭১ সালের গণহত্যার বৈশ্বিক স্বীকৃতি প্রয়োজন।