
বিজয়নগর।।
ব্রাহ্মণবাড়িয়ার আরও এক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। এবার থানায় পদায়নের মাত্র পাঁচদিনের মাথায় বদলি হলেন জেলার বিজয়নগর থানার ওসি মো. লোকমান হোসেন। বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে পুলিশ সদর দফতরের এক আদেশে তাকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।এর আগে গত ১২ জুন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার কার্যালয়ের এক আদেশে পরিদর্শক (ইন্সপেক্টর) লোকমান হোসেনকে বিজয়নগর থানার ওসি হিসেবে পদায়ন করা হয়। এর আগে তিনি জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি ছিলেন।