আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

বিজয়নগরে জাতীয় শোক দিবস পালিত

বিজয়নগর, সারাদেশ 15 August 2021 ৪২৫

বিজয়নগর।।

সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় স্বাধীনতার মহান স্থপতি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথেই সরকারী, আধা সরকারী, স্বায়ত্বশাসিত ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনির্মিত রাখা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে জাতীয় পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয় পরে উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন এবং বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার কে.এম.ইয়াসির আরাফাত এর সভাপতিত্বে সভায় উপস্হিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুৃকাই আলী, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাবেয়া ‍আসফার সায়মা,উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না,বীর মুক্তিযোদ্ধা দবির আহম্মেদ ভূইয়া,যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন,স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক চেয়ারম্যান জিয়উল হক বকুল,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক রাসেল খান,প্রেসক্লাবের সভাপতি মৃণাল চৌধূরী লিটন ও স্বেচ্ছাসেবক লীগ সদস্য সচিব সুনির্মল সাহা প্রমুখ। এছাড়াও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ দলীয় বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তারা উপস্হিত ছিলেন। বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচীও পালন করা হয়। অালোচনা সভাশেষে বৃক্ষরোপন কর্মসূচি শুভ উদ্বোধন করা হয় এবং করোনায় কর্মহীন ১২৩টি বেদে পরিবারসহ মোট ২০০ টি হতদরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা ও যুবঋণ বিতরণ করা হয়েছে।দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া ও মন্দিরে বিশেষ প্রার্থনার অায়োজন করা হয়েছে।