আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া সদর 22 August 2021 ৩১৭

ব্রাহ্মণবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়ায় এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা
হয়েছে। আহত হয়েছে আরও একজন।পুলিশ বলছে, শহরের কাজীপাড়া এলাকার ধূপাবাড়ির মোড়ে রোববার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।নিহত রাজিব ও আহত রাশেদ প্রয়াস নিরাময় কেন্দ্রের কর্মচারী ছিলেন।ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল জানান, শহরের কাজীপাড়া শানু মিয়ার মাদকাসক্ত ছেলে রনিকে আনতে যান প্রয়াস মাদক নিরাময় কেন্দ্রের লোকজন। এ সময় রনি তার ঘরের দরজা বন্ধ করে রাখেন।
ঘরের ভেতর ঢুকতে না পেরে ভ্যান্টিলেটর ভেঙে ঢোকার চেষ্টা করে প্রয়াসের কর্মচারী রাজিব। তখন রনি ফল কাটার ছুরি দিয়ে রাজিবের পেটে আঘাত করেন।এর পর সে দরজা খুলে রাশেদকে ছুরিকাঘাত করে। আহত রাশেদ দৌড়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় রাজিবকে উদ্ধার করে স্থানীয়রা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতারে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং গুরুতর অবস্থায় রাশেদকে ঢাকায় পাঠানো হয়েছে।