
নবীনগর।।
তিতাস নদীতে নৌকা উল্টে মারা যাওয়া দম্পতির নিখোঁজ সন্তান মারিয়ার (৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। দীর্ঘ ২৮ ঘণ্টা পর আজ মঙ্গলবার ২৪ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে নদীর পাড়ে ভেসে ওসে শিশু মারিয়ার মরদেহ।
এর আগে সোমবার ২৩ আগস্টব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মহল্লা-উরুখুলিয়া এলাকায় স্পিডবোটের ঢেউয়ে নৌকাটি উল্টে যায়। এতে উপজেলার কাইতলা দক্ষিণের দুলাল মিয়ার ছেলে রিয়াদ (৩০) তার স্ত্রী লিজা আক্তার (২৫) পানিতে ডুবে মারা যান। এ ঘটনায় নিখোঁজ ছিল তাদের সাত বছরের কন্যা সন্তান মারিয়া। ঘটনার পর পরই উদ্ধার অভিযান শুরু করে নবীনগর দমকল বাহিনীর সদস্যরা।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ জানান, রিয়াদ, লিজা ও তাদের শিশুসন্তান মারিয়াসহ পরিবার নিয়ে সিলেটে থাকেন। সোমবার তারা নবীনগরে লিজার বোনের বাড়িতে বেড়াতে আসেন। সেখান থেকে অন্যান্য সদস্যদের নিয়ে তিতাস নদীতে নৌকা ভ্রমণে বের হন। মহল্লা-উরুখুলিয়া এলাকার মাঝামাঝি এলে পাশ দিয়ে যাওয়া স্পিডবোটের ঢেউয়ে নৌকাটি উল্টে ডুবে গেলে রিয়াদ ও লিজা পানিতে ডুবে মারা যায়। বাকি আরও তিনজন সাঁতরে তীরে উঠে আসে। তাদের শিশু সন্তান মারিয়াকে খুঁজে পাওয়া যায়নি। পরে দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার কাজ শুরু করেন।আজ মঙ্গলবার সন্ধ্যায় শিশুটির মরদেহ নদীর তীরে ভেসে ওঠে।
নবীনগর ফায়ার সার্ভিসের সাব অফিসার শামসুল হক জানান, নিখোঁজ শিশুটিকে উদ্ধারে সোমবার রাত পর্যন্ত অভিযান চালিয়ে বিরতি দিয়ে মঙ্গলবার সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু হয়। আজ সন্ধ্যায় শিশুটির মরদেহ ভেসে ওঠে।
এদিকে মারা যাওয়া দম্পতি রিয়াদ-লিজাকে জানাজা শেষে মঙ্গলবার সকালে দাফন করা হয়েছে।