
বিজয়নগর।।
বদলী জনিত কারণে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে এম ইয়াসির আরাফাত’কে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
বিজয়নগর উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনাতনে আজ বুধবার ১ সেপ্টেম্বর বিকাল ৪ টায় এ সংবর্ধনা অনুষ্ঠান উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও বর্তমানে ভারপ্রাপ্ত ইউএনও রাবেয়া আসফার সায়মা’র সভাপতিত্বে এবং বিষ্ণুপুর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা আবুল কাসেম এর সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও কে এম ইয়াসির আরাফাত, ইউএনও’র কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তা রাসেল খন্দকার ,ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক ও সাপ্তাহিক আমাদের কথা পত্রিকার সম্পাদক প্রবীর চৌধুরী রিপন, সাংবাদিক এস এম টিপু চৌধুরী, বুধন্তী ইউনিয়নের সহকারি ভূমি কর্মকর্তা কাজল কুমার বনিক প্রমুৃখ। বিদায়ী ইউএনও বলেন বিজয়নগরের মানুষের প্রতি আমি কৃতজ্ঞ।আমি কাজ করতে গিয়ে সকল মানুষের সহযোগিতা পেয়েছি। আমি আন্তরিকতার সাথে কাজ করার চেষ্টা করছি আপনাদের কথা আমার সব সময় মনে থাকবে।
এসময় প্রত্যেক ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা, অফিস সহকারি এবং উপজেলা ভূমি অফিস ও উপজেলা পরিষদ, ইউএনও’র কার্যালয়ে কর্মকর্তা কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।