আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

আখাউড়া 21 September 2021 ২২০

আখাউড়া।।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর রেলওয়ে স্টেশন এলাকায় মোঃ ইসহাক (৩০) নামের এক যুবক ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে। মঙ্গলবার সকালে পলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে।
নিহত ইসহাক উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামের মৃত আমীর আলীর ছেলে। দুপুরে পুলিশ মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানা গেছে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাজহারুল করিম জানান, সোমবার সকালে আজমপুর রেলস্টেশন এলাকায় মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়। মরদেহ উদ্ধারের পর তদন্ত করে জানা গেছে ওই যুবক সোমবার রাতের ট্রেনে কাটা পড়ে মারা গেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।