
আখাউড়া।।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের দিঘীরজান এলাকায় শনিবার দুপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। তারা হলো, ওই গ্রামের আজাদ ভূঁইয়ার সন্তান আয়েশা (৭) ও সাদ (৫)। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। খোঁজ নিয়ে জানা গেছে, বেলা পৌণে ১২টার দিকে সবার অলক্ষ্যে দুই ভাই বোন বাড়ির সামনের পুকুরের পানিতে ডুবে যায়। অসুস্থ অবস্থায় তাদেরকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক বেলা দেড়টার দিকে তাদেরকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের সদস্যরা বাড়িতে মরদেহ নিয়ে যায়।