আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

বিজয়নগরে কলেজ ছাত্রীর আত্মহত্যা

বিজয়নগর 16 October 2021 ২৮৯

বিজয়নগর।।

বিজয়নগরে গলায় ফাঁস লাগিয়ে এক কলেজ ছাত্রীর আত্মহত্যা।ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় গলায় ফাঁস লাগিয়ে কলেজছাত্রী মোছাম্মত সুরমা আক্তার (২১) আত্মহত্যা করেছেন। শুত্রুবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার ভিটিদাউদপুর গ্রামের কায়স্তআডি নিজের বাড়িতে আত্মহত্যা করেন তিনি।নিহত সুরমা আক্তার কায়স্তআডির ইউসুফ আলীর মেয়ে। তিনি ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি কলেজের বিবিএস ২য়বর্ষে অধ্যয়নরত ছিলেন।স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ নাছির মিয়া বলেন, মেয়েটির মাথায় সমস্যা ছিলো। গত এক মাস ধরে বেশি পাগলামী করতেন। সকালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।আউলিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, মেয়েটির মানসিক সমস্যা ছিলো পরিবার জানিয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতালে পাঠানো হয়েছে।