আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

বিজয়নগরে বাস চাপায় এক নারী নিহত

বিজয়নগর 17 October 2021 ৪১৩

বিজয়নগর।।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রাস্তা পার হতে গিয়ে বাসের চাপায় শাফিয়া বেগম (৫৫) নামের এক নারী মারা গেছেন।রোববার (১৭ অক্টোবর) দুপুর ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের বীরপাশা এলাকায় এদুর্ঘটনা ঘটে। শাফিয়া বেগম বুধন্তী ইউনিয়নের সাতবর্গ গ্রামের মৃত সেকান্দার আলীর মেয়ে। তিনি ভিক্ষাবৃত্তি করে বেড়াতেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, শাফিয়া বেগম রাস্তা পার হচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী ইউনিক বাস চাপা দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন কুমার ঘোষ সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটিকে আটক করা যায়নি। ওই নারীর লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।